• RBSVM CONVENTION 2021
    Oct 28 2021

    সুধী নাগরিকবৃন্দ,

    শতবর্ষ প্রাচীন জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের "প্রাক্তনী সংসদ" গড়ার লক্ষ্যে আগামী ৩১ শে অক্টোবর রবিবার বেলা ১১ ঘটিকায় বিদ্যালয়ের সকল প্রাক্তনীদের নিয়ে একটি কনভেনশনের আয়োজন করা হয়েছে । উক্ত কনভেনশনে সকল প্রাক্তনীদের সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে ।

    Show More Show Less
    1 min